নাজিরপুর ইউনিয়ন বলা যায় কলা চাষের জন্য বিখ্যাত। নাজিরপুর ইউনিয়নের প্রায় সব এলাকাতেই কলা চাষ হয। এখানে সপ্তাহে সমবার ও বৃহস্প্রতিবার দু’দিন কলার হাট বসে। কলার বাজার তিন ধারনের হয়, বড় সাইজের কলা ৩৫০/- মাঝারী সাইজের কলা ১৫০-২০০/- এবং ছোট সাইজের কলা ৮০-১২০/- টাকা হারে বিক্রয় করা হয়। নাজিরপুরহাট থেকে কলা কিনে কলা ব্যবসায়ীরা দেশের বিভন্ন জায়গায় বিত্রি করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS