History
<p>নাজিরপুরে একটি কেন্দ্রিয় কবরস্থান রযেছে। কবরস্থানটি নাজিরপুর বাজারের পশ্চিমে অবস্থিত। দু’জন ব্যক্তি তাদের জমি দান করেন কবরস্থানের জন্য। তাছাড়া নাজিরপুর বাজারের পূর্বদিকে আরোকটি কবরস্থান রয়েছে। নাজিরপুর কেন্দ্রিয় কবরস্থানে মহিলা,পুরুষ, শিশু সবাইকে আলাদা আলাদা স্থানে কবর দেওয়া হয়। প্রায় তিন বিঘা জমির উপর কবরস্থানটি অবস্থিত। কবরস্থানটি অত্যন্ত পরিষ্কার।</p>