Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কর্মকান্ড

ক-বাধ্যতামুলক কার্যাবলীঃ

১। আইন-শৃংখলা রক্ষা করা সহ এ কার্যক্রমে প্রশাসনকে সহায়তা করা।

২। অপরাধ বিশৃংখলা ও চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহন।

৩। জনগনের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি, বৃক্ষরোপন, মৎস্য পশু সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প যোগাযোগ সেচ ও বন্যা নিয়ন্ত্রনের ক্ষেত্র সমুহে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন।

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।

৫। স্থানীয় সম্পদের উন্নয়ন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

৬। রাস্তা, সেতু, খাল, বাঁধ টেলিফোন ও বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য সরকারী সম্পত্তি রক্ষা করাসহ যথাযথ রক্ষনাবেক্ষন করা।

৭। ইউনিয়ন পর্যায়ে সকল সংস্থা/প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা এবং এ বিষয়ে উপজেলা পরিষদে সুপারিশ করা।

৮। স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপনে জনগনকে উদ্বুদ্ধকরণ ও তদারক করা।

৯। জন্ম মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।

১০। সকল শুমারীর পরিচালনা করা

খ-ঐচ্ছিক কার্যাবলীঃ

১। সড়ক ও জনপথের ব্যবস্থা করা ও রক্ষনাবেক্ষন করা।

২। জনগনের ব্যবহার্য্য সরকারী স্থান উন্মুক্ত মাঠ, উদ্যান এবং খেলার মাঠের ব্যবস্থা করা ও রক্ষনাবেক্ষন করা।

৩। সড়ক জনপদ ও সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা।

৪। সামগ্রীকভাবে সংশ্লিষ্ট এলাকায় এবং বিশেষ করে সড়ক, জনপথ ও সরকারী স্থানে বৃক্ষরোপন ও রক্ষনাবেক্ষন করা।

৫। কবরস্থান, শ্মশানঘাট, সর্বসাধারনের সভার স্থান ও সর্বসাধারনের অন্যান্য সম্পদের ব্যবস্থাপনা ও রক্ষনাবেক্ষন করা।

৬। ভ্রমনকারীগনের থাকার ব্যবস্থা করা ও তা রক্ষনাবেক্ষন করা।

৭। জনগনের ব্যবহৃত সড়ক, জনপদ ও সরকারী স্থানে অনধিকার প্রবেশ বা দখল প্রতিরোধ করা ও নিয়ন্ত্রন করা।

৮। জনগনের ব্যবহৃত সড়ক, জনপদ ও সরকারী স্থানে উৎপাত প্রতিরোধ করণ।

৯। সংশ্লিষ্ট ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং নদী বন ইত্যাদি তত্ত্বাবধানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থাগ্রহন।

১০। ময়লা আবর্জনা সংগ্রহ, অপসারণ ও নিস্পত্তির ব্যবস্থা নিয়ন্ত্রন করণ।

১১। অপরাধমুলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ করন।

১২। জীব জন্তুর মৃত দেহ অপসারণ ও নিস্পত্তির বিষয়ে নিয়ন্ত্রন করণ।

১৩। জীব জন্তু জবাই কার্যক্রম নিয়ন্ত্রন করন।

১৪। সংশ্লিষ্ট ইউনিয়নে দালান নির্মান ও পুনঃ নির্মান নিয়ন্ত্রন করন।

১৫। বিপদজনক দালান ও কাঠামো /স্থাপনা নিয়ন্ত্রণ করন।

১৬। পানি সরবরাহের লক্ষ্যে কুয়া, পানি তোলার কল, জলধারা পুকুরসহ অন্যান্য কার্যক্রমের ব্যবস্থা করা ও রক্ষনাবেক্ষন করা।

১৭। পানীয় জলের উৎস্য দুষিতকরণ রোধকল্পে ব্যবস্থাগ্রহন।

১৮। জনস্বাস্থ্যের জন্য বিপদজনক কুপ, পুকুর ও অন্যান্য উৎ সের পানি ব্যবহার নিশিদ্ধকরণ।

১৯। পানীয় জলের জন্য সংরক্ষিত কুপ, পুকুর বা পানির অন্য কোন উৎসে বা তার পাশে গোসল করা, কাপড় কাচা, বা গবাদি পশু ধোয়া নিয়ন্ত্রন বা নিশিদ্ধ করণ।

২০। পুকুরে বা পানির অন্য কোন উসে বা এগুলোর নিকটে শন, পাট বা অন্যান্য গাছ ডোবানো বা ভিজানো নিয়ন্ত্রন বা নিশিদ্ধ করণ।

২১। আবাসিক এলাকায় রং করা বা চামরা পাকা করার কাজ নিয়ন্ত্রন বা নিশিদ্ধ করণ।

২২। আবাসিক এলাকায় মাটি, পাথর বা অন্য কোন বস্ত্ত খনন নিয়ন্ত্রন বা নিশিদ্ধকরণ।

২৩। আবাসিকএলাকায় ইট, মাটির পাত্র এবং অন্যান্য চুল্লি স্থাপন নিয়ন্ত্রন বা নিশিদ্ধকরণ

২৪। গবাদি পশু ও অন্যান্য জন্তু ক্রিয় সংক্রান্ত স্বেচ্ছামুলক নিবন্ধীকরণ।

২৫। মেলা ও প্রদর্শনীর অনুষ্ঠান করা।

২৬। জাতীয় উৎসব সহ জনগনের উৎসব পালন করা।

২৭। অগ্নি, বন্যা, শিলাবৃষ্টি, ঝড়, ভুমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা।

২৮। বিধবা, এতিম, গরীব ও বিপর্যস্ত ব্যক্তিদের জন্য ত্রাণ কার্যক্রম গ্রহন।

২৯। জনসাধারনের খেলা ও ক্রীড়ার উন্নতি সাধন।

৩০। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন এবং গ্রামীন শিল্পের উন্নয়ন ও অগ্রগতি সাধন।

৩১। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহন।

৩২। পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যক্রম গ্রহন।

৩৩। খোয়াড় নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৫। পাঠাগার ও পাঠ কক্ষের ব্যবস্থা করা।

৩৬। ইউনিয়নপরিষদের কাজের অনুরুপ কাজে নিয়জিত অন্যান্য প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান।

৩৭। শিক্ষা কার্য়ক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উপজেলা পরিষদের নির্দেশনা অনুসরনে সহায়তা প্রদান।

৩৮। ইউনিযনের বাসিন্দা ও পরিদর্শনকারীগনের সুযোগ সুবিধা স্বাস্থ্য নিরাপত্তা বা আরাম আয়েসের জন্য প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহন।

 

গ-জাতীয় সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

১। বিভিন্ন প্রকার সনদ পত্র প্রদান।

২। ত্রাণ সামগ্রী বিতরণ।

৩। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সনাক্তকরণ।

৪। চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বিষয়ে রুগিদের পরামর্শ প্রদান।

৫। নারী/শিশু নির্যাতন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন।

৬। ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা প্রদান।

৭। খাস জমি বন্টন কার্যক্রমে সহায়তা প্রদান।

৮। জাতীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান সহ জনগনকে উদ্বুদ্ধ করণ।

৯। পল্লীপূর্ত কর্মসূচীএবং গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন কর্মসূচী বাস্তবায়ন।

১০। জাতীয় সরকারকে বিভিন্ন তথ্য সরবরাহ করা।